বিচ্ছেদের পর নতুন সঙ্গীর বিষয়ে জানালেন তাহসান
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। এই বিচ্ছেদ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময় ধরেই আলাদা আছেন এই দম্পতি।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় থেকেই তিনি নিজেকে গানের কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেকটাই সরিয়ে নেন। তাহসানের ভাষায়, অস্ট্রেলিয়া ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটা দূরে রয়েছি। তিনি আরও বলেন, আমার সময় কাটছে একা ঘোরাঘুরি করে। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট রোজা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুতই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন।
সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, নীরবেই হয়তো সম্পর্কের ইতি টেনেছেন তারা। এই প্রসঙ্গে তাহসান স্পষ্ট করে বলেন, অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। এমনকি জন্মদিন একসঙ্গে কাটানোর বিষয়েও ভিন্ন তথ্য দেন তিনি। তাহসান বলেন, আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।
বিভি/টিটি




মন্তব্য করুন: