এনসিপির নির্বাচনী প্রচারণা ‘নেটওয়ার্কের বাইরে’
ছবি: সংগৃহীত
বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এস এম সুজা উদ্দিন জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির রোয়াংছড়ি এখন চষে বেড়াচ্ছেন। উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এনসিপির এই নির্বাচনী প্রচারণার নাম দিয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’।
নেটওয়ার্কের বাইরে এনসিপি প্রচারণায় চলছে নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ফুলতলি ও তুলাতলি ইউনিয়ন এবং রোয়াংছড়ি উপজেলার, গহীন ও দুর্গম পাহাড়ি এলাকায়। শাপলা কলির পক্ষে প্রচারণা চলছে ঘুমধুম, তুমব্রু সীমান্ত অঞ্চল, রেমাক্রীর প্রত্যন্ত জনপদে।
প্রচারণায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, কষ্ট ও প্রত্যাশার কথাগুলো শুনছেন এবং নির্বাচিত হলে তাদের এই প্রত্যাশা পরনের আশ্বাস দিচ্ছেন।
নেটওয়ার্কের বাইরের এই নির্বাচনী প্রচারণার বিষয়ে শাহ্ সুজা গণমাধ্যমকে বলেন, এখানকার জনগণ শুধু নেটওয়ার্কের বাইরে নয়, নাগরিক সেবার বাইরেও রয়ে গেছে। আমি সংসদে গেলে এই জনগণ শুধু নেটওয়ার্কই নয়, ন্যায্য সেবা ও অধিকারও পাবে। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগ ও কথা শোনার উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ‘নেটওয়ার্কের বাইরে’ নামের এই ভিন্নধর্মী প্রচারণা পাহাড়ি জনপদের মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা সৃষ্টি করেছে।
বিভি/এআই



মন্তব্য করুন: