• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নৌকাডুবিতে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৬৪

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৪:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নৌকাডুবিতে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৬৪

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার সকাল থেকে চালানো এ অভিযানে দুপুর পর্যন্ত আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৬৪ জনের মরদেহ উদ্ধার হলো।

মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযানে নামেস পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা জানায়, দ্বিতীয় দিনে ২৬ জন এবং তৃতীয় দিনের ৬ জন সহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৬ জনের লাশ। এখনও নিখোঁজ অনেক।

করতোয়ার পাড়ে বসে ছবি হাতে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে ফিরছেন স্বজনরা। প্রিয়জন হারিয়ে পাগলপ্রায় পরিবারগুলো। নদীর বিভিন্ন প্রান্তে নৌকা নিয়ে ঘুরছেন স্বজনহারারা। নিখোঁজদের ছবি নিয়ে পাড়ে অপেক্ষায় আছেন কেউ। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম।

রবিবার দুপুরে মহালয়ার উৎসবে যোগ দিতে ইঞ্জিন নৌকায় বদ্বেশরী মন্দিরে যাচ্ছিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি।

বিভি/এনএ

মন্তব্য করুন: