• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২২:৪৬, ২৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:৪৭, ২৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে কিশোরীর রহস্যজনক মৃত্যু

মোবাইল ফোনে পরিচয় হওয়া প্রেমিকের সাথে দেখা করতে এসে যশোরের ঝিকরগাছায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে।

একাধিক সূত্র জানায়, যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের আমজাদ হোসেন কন্যা শ্রাবনী আক্তার (১৫) এর সাথে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মফিজুর রহমানের ছেলে মুন্না হোসেনের মোবাইল ফোনের ভুল নম্বরের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে শ্রাবনী প্রেমিক মুন্নার ফোনে কল দিয়ে এদিন দুপুরে তাকে ছুটিপুর বাজারে দেখা করতে বলে। মুন্না ও তার বন্ধু একই গ্রামের মন্টু মিয়ার ছেলে খাইরুল ইসলাম একটি মোটরসাইকেলে করে সেখানে দেখা করতে আসে। এ সময় মুন্না ও শ্রাবনী জামতলা বাজার থেকে গল্প করতে করতে মোহাম্মদপুর মোড়ে যায়। এরপর তিনজন এক  মোটরসাইকেলে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মিশ্রীদেয়াড়া বাজারে যায়। সেখানে আল্লাহর দান হোটেল এন্ড রেষ্টুরেন্টে সিংগাড়া খাওয়ার এক পর্যায়ে শ্রাবনী আক্তার একটি সিংগাড়ার অর্ধেক খাওয়ার পরপরই হঠাৎ বুকে ব্যথার কথা বলে টেবিল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় মুন্না দ্রুত শ্রাবনীকে একটি ভ্যানে করে ছুটিপুর কাউন্সিল রোড়ের সীমান্ত ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। 

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রাবনীর লাশ উদ্ধার করে এবং প্রেমিক মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়। তবে মুন্নার বন্ধু খাইরুল কৌশলে পালিয়ে যায়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: