• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপি নেতা চাঁদের জামিন আবারো নাকোচ, আদালত পরিবর্তনের দাবি  

প্রকাশিত: ১৬:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিএনপি নেতা চাঁদের জামিন আবারো নাকোচ, আদালত পরিবর্তনের দাবি  

প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের করা মামলার নির্ধারিত দিনে পুলিশ আবু সাইদ চাঁদকে আদালতে হাজির করে। এসময় চাঁদের আইনজীবীরা তার জামিন আবেদন জানান। উভয়পক্ষের শুনানী শেষে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান জামিন আবেদন নাকোচ করে চাঁদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিকে, দুপুরে রাজশাহী জেলা বিএনপি এক জরুরি সংবাদ সম্মেলনে আবু চাইদ চাঁদের মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী সংসদ নির্বাচন থেকে আবু সাইদ চাঁদের মতো জনপ্রিয় নেতাদের অযোগ্য ঘোষণা করতে আদালতকে ব্যবহার করছে সরকার।   

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। একই অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ২৬টি মামলা হয়েছে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: