• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অধিকারের আদিলুর-এলানের মামলার রায় দিয়েছেন আদালত

প্রকাশিত: ১৫:৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
অধিকারের আদিলুর-এলানের মামলার রায় দিয়েছেন আদালত

ছবি: সংগৃহীত

হেফাজতের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে দায়ের করা মামলায় অধিকারের সম্পাদক আদিলুর ও পরিচালক নাসির উদ্দিন এলানের রায় ঘোষণা করেছেন আদালত। উভয়কেই ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা হয়। এ সময় দু'জনকেই ১০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মতিঝিলে হেফাজত ইসলামের ২০১৩ সালের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ ও সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন ধার্য ছিলো গত ৭ সেপ্টেম্বর। তবে সেদিন রায় তৈরি না হওয়ায় আজ নতুন তারিখ নির্ধারণ করা হয়।

২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় একই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। এই মামলায় সর্বোচ্চ শাস্তি ৭ থেকে ১৪ বছর কারাদণ্ড।

বিভি/টিটি

মন্তব্য করুন: