নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ফাইল ছবি
নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ রবিবার (১৭ সেপ্টেম্বর)।
এর আগে গত ১২ সেপ্টম্বর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে অবস্থিত অস্থায়ী আদালতে এই তারিখ নির্ধারণ করেন সিনিয়র জেলা জজ শেখ হাফিজুর রহমান। সেই দিন এই মামলায় সাক্ষীদের জবানবন্দি শেষ হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রায় এক ঘণ্টা জেরা শেষে বিচারক আজ জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়াকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের আর্থিক ক্ষতির জন্য নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: