• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করা ২২ রোহিঙ্গা রিমান্ডে 

প্রকাশিত: ১৯:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করা ২২ রোহিঙ্গা রিমান্ডে 

ছবি: আদালতে ২২ রোহিঙ্গা

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের উখিয়া সীমান্ত হয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ শ্রীজ্ঞান তঞ্চঙ্গা তাদের রিমান্ড মঞ্জুর করেন। মোট ২৩ জনের মধ্যে একজন অসুস্থ থাকায় তাকে আদালতে আনা হয়নি।

উখিয়ার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবির করা মামলায় ২৩ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

অস্ত্রসহ অনুপ্রবেশের কারণে আটকের পর বিজিবির করা মামলায় শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা সাত্তারের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আজ সোমবার শুনানির দিন ধার্য ছিলো।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2