• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

২৩ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার মামলা

প্রকাশিত: ০৯:০৬, ১৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
২৩ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার মামলা

২৩ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলা। এ ঘটনায় নিম্ন আদালতের দেয়া হত্যা মামলার রায় নিষ্পত্তির জন্য ১০ বছর ধরে ঝুলে আছে হাইকোর্টে। এরই মধ্যে শুনানির তারিখ পিছিয়েছে প্রায় ৪শ’ বার। 

বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার আসামীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ শিল্পী সমাজের। বরাবরের মতো রাষ্ট্র পক্ষের আইনজীবীরা দাবি করছেন চলতি মাসেই মামলাটি শুনানির উদ্যোগ নেয়ার কথা।

রাজধানীর রমনা বটমূলে ছায়নটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। নিহত হয়েছিল ১০জন। ২৩ বছর আগে অসম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আঘাত দেয়া জঙ্গী গোষ্টির সবাইকে আজও আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

আসামী গ্রেফতারের পাশাপাশি আইনের বাস্তবায়নেও ব্যর্থতা সীমা হারিয়েছে। সে সময় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলার রায় নিম্ন আদালত দিলেও অপর মামলাটির অগ্রগতি নেই। 

প্রায় দুই যুগ ধরে চলা বোমা হামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ শিল্পী সমাজের। ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালতে হত্যা মামলার রায় হয়। ১০ বছর ধরে হাইকোর্টে ঝুঁলছে নিম্ন আদালতে দেয়া হত্যা মামলার নিষ্পত্তির রায়। রায়ে মোট আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। হাইকোর্টে বিভিন্ন সময় মামলাটি কার্যতালিকায় আসলেও শুনানি হয়নি।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2