• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সারা দেশে সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৯:০৩, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
সারা দেশে সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি

সারা দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে বাংলাদেশের প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন:

১. বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

৩. এছাড়াও দেশের সব অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রম ও এর সব দফতর শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে এবং

৪. প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চার জন বিচারপতির গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2