আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাকর্মীদের অভিযোগ জমা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪টি অভিযোগ জমা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনে পঙ্গুত্বের শিকার ছাত্র শিবিরসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে দুই দফায় ট্রাইবুনালে হাজির হয়ে তারা এসব অভিযোগ জমা দেন। জানান, ছাত্রশিবির করার কারণে এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী সরকারের সমালোচনা করায় জঙ্গির তকমা লাগিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে রিমান্ডের নামে নির্যাতন এমনকি গুলি করে পঙ্গু বানিয়ে দেয়ার অভিযোগ করেন তারা। জানান, বিগত সরকারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২১ সদস্যকে দায়ী করে গুম কমিশনেও একই অভিযোগ করেছেন তারা। আশাবাদ জানান, দ্রুতই এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের আইনের আওতায় আনবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক অভিযোগ জমা পড়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: