আকাশে সন্দেহজনক বেলুন, বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত
আকাশে সন্দেহজনক বেলুনের উপস্থিতির কারণে লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বুধবার (৩ ডিসেম্বর) এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, সিগারেট চোরাচালান করতে বেলারুশ থেকে এসব বেলুন পাঠানো হয়। এ ঘটনার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও দোষারোপ করে থাকে দেশটি। আকাশে সন্দেহজনক বেলুন উড়ে আসাকে ‘হাইব্রিড হামলা’ হিসেবে অভিহিত করেছে লিথুয়ানিয়া।
অন্যদিকে লুকাশেঙ্কোর অভিযোগ, পশ্চিমা দেশগুলোই বরং বেলারুশ ও রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত।
ভিলনিয়াস বিমানবন্দরের অবস্থান বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গত অক্টোবরের শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ বার এ কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: