• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

আকাশে সন্দেহজনক বেলুন, বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

প্রকাশিত: ২৩:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আকাশে সন্দেহজনক বেলুন, বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

আকাশে সন্দেহজনক বেলুনের উপস্থিতির কারণে লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বুধবার (৩ ডিসেম্বর) এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, সিগারেট চোরাচালান করতে বেলারুশ থেকে এসব বেলুন পাঠানো হয়। এ ঘটনার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও দোষারোপ করে থাকে দেশটি। আকাশে সন্দেহজনক বেলুন উড়ে আসাকে ‘হাইব্রিড হামলা’ হিসেবে অভিহিত করেছে লিথুয়ানিয়া।

অন্যদিকে লুকাশেঙ্কোর অভিযোগ, পশ্চিমা দেশগুলোই বরং বেলারুশ ও রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত।

ভিলনিয়াস বিমানবন্দরের অবস্থান বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গত অক্টোবরের শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ বার এ কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2