রমনার বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে

ছবি: সংগৃহীত
রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ৮ মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। দীর্ঘ একযুগ পর আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) আইনজীবীরা জানান, ২০১৪ সালের একমাত্র ডেথ রেফারেন্সের মামলা এটি যা এতো দীর্ঘ সময় ধরে হাইকোর্টে ছিলো। এই সময় ৪৬৭ বার সময় আবেদন করে পিছিয়েছিল রাষ্ট্রপক্ষ। ৪ বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় মূলত রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপন করা হয় বলে জানান আইনজীবীরা।
২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিলো ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন তখনই জঙ্গি হামলায় সৃষ্টি হয় বিভিষীকাময় পরিস্থিতি। দূরনিয়ন্ত্রিত দুটি বোমার বিস্ফোরণে নিহত হয় ১০ জন, আহত হন অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালের জুনে হুজি নেতা মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবনের রায় দেয় বিচারিক আদালত।
এছাড়া, বিস্ফোরক আইনের আরেক মামলা ২৪ বছর ধরে পড়ে আছে ঢাকার বিচারিক আদালতে।
বিভি এ/আই
মন্তব্য করুন: