এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে মামলা করলেন গণঅধিকারের রাশেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২.৩০ টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলার অভিযোগ দায়ের করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বরাবর তিনি এই অভিযোগ দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. এস.এম. নূরে এরশাদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড মো: খালিদ হোসেন, সুপ্রীম কোর্ট শাখার সদস্য সচিব ড. শোয়েব মাহমুদ, ঢাকা বারের আহবায়ক অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সদস্য সচিব অ্যাড. হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক অ্যাড. মোছাঃ. নার্গিস পারভীন, সুপ্রীম কোর্ট শাখার যুগ্ম সদস্য সচিব অ্যাড. সাজেদুল ইসলাম রুবেল প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: