ইশরাক হোসেনের শপথ: আপিল বিভাগে আজ শুনানি

ফাইল ছবি
ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো নিয়ে আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আজ (বুধবার) এ বিষয়ে শুনানি হবে। এদিকে, মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তুতি নিয়েছিলো কিন্তু বিষয়টি এখন আবার উচ্চ আদালতে বিচারাধীন ইস্যু হওয়ায় রায়ের জন্য তারা অপেক্ষা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু শপথ পড়াতে ২৫ মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও এক আইনজীবীর করা রিট খারিজের ২২ মে’র আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: