শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ: বিবিসির রিপোর্ট নিয়ে যা বললেন প্রসিকিউটর

জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন-সম্প্রতি 'বিবিসি আই'র অনুসন্ধানে উঠে আসে এমন চিত্র। প্রকাশিত এই প্রতিবেদন বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে এবং এটি ডকুমেন্ট আকারেও ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
প্রসিকিউশন জানায়, দেশীয় গোয়েন্দা সংস্থা সিআইডিও এই অডিও কলের ফরেনসিক টেস্ট করে শেখ হাসিনার গুলির নির্দেশনার সত্যতা পেয়েছে। বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং যেখানেই আন্দোলনকারী দেখা যাবে সেখানেই গুলি করতে বলেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন। বিবিসি ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ট্রাইব্যুনালে ১০ জুলাই আদেশের দিন ধার্য রয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: