হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

ছবি: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ (১০ জুলাই) আদেশ দেবে ট্রাইব্যুনাল।
এর আগে সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেন।
সেদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। পরে আসামিপক্ষের বক্তব্যের জবাবে প্রসিকিউশন জানায় এই আইনে বাংলাদেশে সংগঠিত সকল মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব।
অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে এ মামলার কার্যক্রম শুরু হবে। এই তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে ১৪শ জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটিসহ ৫টি অভিযোগ আনা হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: