• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চানখারপুল হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ

প্রকাশিত: ১৪:৩১, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চানখারপুল হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ

ফাইল ছবি

রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় সূচনা বক্তব্য ১০ আগস্ট ও সাক্ষ্যগ্রহণ ১১ আগস্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর চার আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। 

এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাভারে ইয়ামিনসহ ২২ জনকে হত্যার ঘটনায় ১২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যদন্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া, কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2