• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিচার বিভাগে দ্বৈত শাসন কেন? যা জানালেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ২০:০৯, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৫, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিচার বিভাগে দ্বৈত শাসন কেন? যা জানালেন প্রধান বিচারপতি

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার ওপরেও নির্ভর করে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারেরস সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা ঠিক হবে না।

প্রসঙ্গত, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রসঙ্গে বলা আছে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2