• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

প্রকাশিত: ০৯:৪৪, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আশুলিয়ায়  লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিত্বীয় এজলাসে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিনেও সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে এই ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, মোট আসামি ১১ জন।

অন্যদিকে রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যাক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2