• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে 

প্রকাশিত: ১৪:০৯, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে 

ছবি: এ বিএম খায়রুল হক

শাহবাগ থানায় দায়ের করা বেআইনি ও রায় জালিয়াতির মামলায় ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় প্রদানের বিষয়ে এ বিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক করা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2