• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

চানখারপুলে ৬ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত: ১০:৩৪, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৫, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চানখারপুলে ৬ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ফাইল ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

রবিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ মামলায় মামলায় পলাতক আসামিরা হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

বিভি/এআই

মন্তব্য করুন: