• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি 

প্রকাশিত: ১৭:২৫, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি 

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করাকে কেন্দ্র করে চিন্ময় অনুসারীদের হামলায় চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আদালত আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই আদেশ দেন। 

মামলার বাদীর আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার নথি বিচারিক আদালত গ্রহণ করেছেন। মামলায় কারাগারে থাকা ২৩ আসামির ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তা বিবেচনায় এই হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।

২০২৪ সালের ২৫শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে ও কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। এসময় চিন্ময় অনুসারীরা আদালত চত্বরে ভাঙচুর ও তাণ্ডব চালায়। বিক্ষোভের একপর্যায়ে আদালতের কাছে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা।
 
এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: