• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ১১:৪০, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪১, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করাকে কেন্দ্র করে চিন্ময় অনুসারীদের হামলায় চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক বিচার শুরুর আদেশ দেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। 

মামলার বাদীর আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এই মামলার ১৬ আসামি এখনো পলাতক রয়েছে। চার্জশিটে আসামিদের মধ্যে রয়েছেন- চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাস, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাস, ওমকার দাস, বিশাল, লালা দাস, সামীর, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাস, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।

২০২৪ সালের ২৫শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। এসময় চিন্ময় অনুসারীরা আদালত চত্বরে ভাংচুর ও তান্ডব চালায়। বিক্ষোভের একপর্যায়ে আদালতের অদূরে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: