আরজে নিরব গ্রেফতার, রিমান্ড মঞ্জুর

ই-কমার্সের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আরজে নিরবকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলসের দায়িত্বে ছিলেন।
তথ্যটি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক বলেন, গতকাল এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন মর্মে থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে মোহাম্মদপুরের আদাবর নবোদয় হাউজিংয়ের বাসা থেকে নিরবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে পল্টন থানার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/এসএইচ/এসডি
মন্তব্য করুন: