• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হলুদ হেলমেট পরেছিলেন জাপার মহাসচিব, স্বীকার করলেন নিজেই

প্রকাশিত: ২০:৪৮, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
হলুদ হেলমেট পরেছিলেন জাপার মহাসচিব, স্বীকার করলেন নিজেই

জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী হেলমেট পরার কথা স্বীকার করেছেন।

শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হলুদ হেলমেট আমাদের দু-একজন পরেছিল। আমিও পরেছিলাম। আমি অস্বীকার করব না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল, তখন কিছু হেলমেট পরা হয়েছিল আত্মরক্ষার জন্য।’

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2