• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

সম্রাট-খালেদ অর্থপাচার করেছে, সিআইডি’র প্রতিবেদন

প্রকাশিত: ১৩:০০, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:১৫, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সম্রাট-খালেদ অর্থপাচার করেছে, সিআইডি’র প্রতিবেদন

ফাইল ছবি

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদ-এর বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এই সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।

রবিবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার-এর হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের ওপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলু’র। 

এর আগে বিদেশে অর্থপাচারে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দেন হাইকোর্ট।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2