• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নটরডেম শিক্ষার্থীর মৃত্যুঃ গাড়ির হেলপার তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৮:১৭, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
নটরডেম শিক্ষার্থীর মৃত্যুঃ গাড়ির হেলপার তিন দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

রাজধানীতে রাস্তা পারাপারের সময় ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলায় গাড়ির হেলপার রাসেল খান-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয়ে পল্টন থানায় সড়ক ও পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গাড়ির হেলপার রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়। তবে গাড়ির চালক হারুন অর রশিদ এখনও পলাতক আছেন।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2