• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৬, ২৫ মে ২০২৩

আপডেট: ১৫:৩৭, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দায়ের হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি এড. সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বক্তব্য প্রদান কালে প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে’ বলে হুমকি দেন। এরই জেরে আজ সাতক্ষীরার আদালতে এ মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন, এড. সাইদুজ্জামান জিকো।  মামলায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফসহ ১১ জনকে স্বাক্ষী করা হয়েছে।এর আগে, গত ২১ মে রাতে রাজশাহীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে বিএনপির এই নেতার নামে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ইতিমধ্যে গ্রেফতারও করেছেন পুলিশ।

বিভি/এজেড/এইচএস

মন্তব্য করুন: