তিন মাসের আগাম জামিন পেলেন নিপুন রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ মে) এ আদেশ দেয়।
সকালে আহত অবস্থায় মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে আসেন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে আসেন।
গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীর নামে মামলা হয়।
মামলায় অজ্ঞাতনামা ‘অনেক’কেও আসামি করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম সুমন। মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাংচুর, হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: