ছাত্রলীগ নেতা, ৬ পুলিশ সদস্যসহ ৯জনের বিরুদ্ধে মামলা; বাদী ভুক্তভোগী নারী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি, হাটহাজারী থানার ছয় পুলিশ সদস্য ও তিন সোর্সের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে এক ভুক্তভোগী নারী এ মামলাটি করেন।
আসামিরা হলেন- হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুর রহমান সোহেল, হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান , মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পারিবারিক অশান্তি ও সন্তানদের দেখা করার সুযোগ না পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফের শরণাপন্ন হন বাদী। এ সুযোগে মিথ্যা প্রলোভন দিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীকে রাসেল হাটহাজারী গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস জানান, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
বিভি/এনজি