• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে: শেখ হাসিনা

প্রকাশিত: ১৩:০৬, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে: শেখ হাসিনা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার উপস্থিতিতে, সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইনটেন্ট সই হয়েছে। 

শুক্রবার (২৬ এপিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়, ব্যাংককের গভর্ন্যান্স হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। সেখানকার থাই খু ফা লনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেয়া হয়। 

গার্ড অব অনার পরিদর্শন করেন শেখ হাসিনা। পরে যৌথ বিবৃতি দেন দুই প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন তারা। চলতি বছরেই দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলে জানানো হয়। স্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।  

বিভি/টিটি

মন্তব্য করুন: