ফেনীতে পার্কিংয়ে দাঁড়ানো বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে পাশে সড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির আশি শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, থেমে থাকা অবস্থায় মহিপাল বাস টার্মানালে সুগন্ধা পরিবহনের ১টি বাসে কে বা কারা আগুন দিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাসের হেলপার ফরহাদ জানান, গাড়ি রাস্তার পাশে পার্কিং করে সবাই টার্মিনালের ভেতরে খেলা দেখছিল। হঠাৎ একজন আগুন আগুন বলে চিৎকার দিলে আমরা সবাই বালতি করে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের লোকজনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।
পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
বিভি/রিসি
মন্তব্য করুন: