নরসিংদীতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত

নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে চান্দু আলামীন (৩০) নামক এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চান্দু আলামীন বানিয়াছল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলামীন ও কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিছুদিন পরপরই এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আলামীন এলাকা ছেড়ে চলে যায়। অজ্ঞাত কারণে গত ১ ডিসেম্বর আলামীন এলাকায় ফিরে আসে। খবর পেয়ে রবিবার রাতে কাউছার তার দলবল নিয়ে আলামীনের বাড়ীতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করে চলে যায়।
পরে বাড়ীর লোকজন আলামীনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আলামীন ও সন্ত্রাসী কাউছারের বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। তাছাড়া হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: