• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুন্নতে খতনায় আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

প্রকাশিত: ১৪:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সুন্নতে খতনায় আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

সুন্নতে খতনা করাতে গিয়ে বুক খালি হলো আরেক মায়ের। ইউনাইটেড হাসপাতালের ঘটনার রেশ না কাটতেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার ও হাসপাতালে। ডায়াগনেস্টিক সেন্টারের লাইসেন্স দিয়ে হাসপাতাল কার্যক্রম চালাচ্ছিলো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, এঘটনায় মামলা করেছে শিশু আহনাফের বাবা। হাসপাতালটি বন্ধ করে দিয়েছে পুলিশ। ২ জনকে আটক করেছে পুলিশ। 

আবারও সুন্নতে খৎনা করাতে এসে শিশু মৃত্যুর ঘটনা ঘটলো রাজধানীতে। এবার প্রাণ গেলো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আয়হামের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টারের ওটিতে নেয়ার পর অ্যানেস্থেসিয়া দেয়ার পর আর ঘুম ভাঙেনি ১০ বছরের শিশু আয়হামের। পরিবারের অভিযোগ, লোকাল এনেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও বারবার মানা করার পরও শিশুটিকে ফুল এনেস্থেসিয়া দেয়া হয়। 

আরও পড়ুন: সুন্নতে খতনা: এবার লাশ হয়ে ফিরলো মতিঝিল আইডিয়ালের ছাত্র 

এঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছে শিশুটির বাবা ফখরুল ইসলাম। মামলায় খতনার তত্ত্বাবধায়ক ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে। হাসপাতাল থেকেই পরিচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরও পড়ুন: সন্তান হারানো আরেক মা বিচার চান ইউনাইটেড হাসপাতালের

ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অবহেলাজনিত কোনো মৃত্যুই মেনে নেয়া হবে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানালেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: