• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:০৮, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার আরামবাগ মহল্লার মো. কাবির খাঁর ছেলে মাহমুদ ওরফে মাহমুদ কানা (২০), একই মহল্লার মো. শাহিনের ছেলে রাতুল (২০) এবং মো. মানিকের ছেলে মোসা (১৭)।

গ্রেফতার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জের ধরে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে রাত ১০ টার দিকে একই স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ ধারা- ১৪৩/৩২৩/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪/৬ এ দায়েরকৃত বিস্ফোরক মামলা-৭ এর অনুকূলে এজাহার নামীয় আসামী মাহমুদ, রাতুল ও মোসাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করতে অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হলে রাত সোয়া ১০টায় ককটেল বিস্ফোরণ হয়। এ সময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: