• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নেওয়া মোক্তার গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১০:৫৬, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নেওয়া মোক্তার গ্রেফতার

রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান) মো. রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। রাতেই তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পাভেল মোল্লা বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘসময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিলেন। এ বিষয়ে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান মোক্তার বিশ্বাসের নামে রাজবাড়ী থানায় মামলা করেন। এরপর তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় এবং আজ (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরনারায়নপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মো. মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদুৎ এর মিটার রিডারম্যান হিসেবে কাজ করছে। অভিযুক্ত মোক্তার বিশ্বাস রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করে থাকতো। 

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দুই বছরে ২টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সে এখন গা ঢাকা দিয়েছে। এখন বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই সকাল ১১টার দিকে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিলের প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছেন বলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান মোক্তার বিশ্বাসের নামে রাজবাড়ী থানায় মামলা করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: