ঢাবির সেই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কতজন ছাত্রের?
ছাত্রদের যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানিয়েছেন, যৌন নিপীড়নের শিকার হয়ে মোট ৯ জন পুরুষ শিক্ষার্থী এজহারে ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই অধ্যাপকের বিরুদ্ধে সমকামিতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশন, ১৮-১৯ সেশন, ২০-২১ সেশন এবং ২২-২৩ সেশনের তিন জনসহ মোট ছয়জন শিক্ষার্থী। পাশাপাশি রসায়ন বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থীও অভিযোগ করেছেন।
এরআগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরা পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: