• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনের প্রার্থী

প্রকাশিত: ১৬:১৮, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনের প্রার্থী

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন জুলাই আন্দোলনে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নেবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। 

ফেসবুকে পোস্টের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, ‘শেরপুর-২-এর জন্য মনোনয়ন নিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ভাই।’

খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।

খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট ভাই শুভ চতুর্থ শ্রেণিতে পড়ছে। খোকন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ঘটনার সময় দুই ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকন থাকতেন যাত্রাবাড়ীতে, আর খোকা থাকতেন মহাখালীর সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে।

বর্তমানে খোকন মস্কোতে দ্বিতীয় ধাপের ফেস রিকন্সট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। আরা জামায়াতে ইসলামী থেকে লড়তে পারেন গোলাম কিবরিয়া ভিপি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2