• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ভূমিদস্যুদের হাত থেকে জমি বাঁচাতে অসহায় গৃহবধূর আকুতি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:০১, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিদস্যুদের হাত থেকে জমি বাঁচাতে অসহায় গৃহবধূর আকুতি

রংপুরের বউবাজার এলাকার গৃহিনী শাহানাজ পারভীন ভূমিদস্যুদের হুমকি ও হয়রানির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অনুযায়ী, যথাযথ আইন মেনে ২০১৪ সালে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর মৌজায় ৫ শতক জমি ক্রয় করেন তিনি। বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নিতেই শুরু হয় তাকে হয়রানি ও বাধা প্রদান।

রবিবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে শাহানাজ পারভীন জানান, স্থানীয় জরিপ উদ্দিনের ছেলে কবিরুল ইসলাম, অলিয়ার রহমানের ছেলে নাজমুল, জোলিয়ার রহমানের ছেলে আকরাম, আমুদ্দির ছেলে সুকারু মিয়াসহ প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ চক্র তার জমির ওপর দখল নেয়ার চেষ্টা করছে। তারা প্রকাশ্যেই জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং জমিতে প্রবেশ করতে নিষেধ করছে। 

অভিযোগ রয়েছে, চক্রটি তাকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে জমির কাছে যেতে পারবেন না বলেও হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী আরও জানান, শুধু হুমকি নয়, শারীরিক নির্যাতনের চেষ্টাও করেছে চক্রটি। এতে তার পরিবার চরম ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রতিনিয়ত প্রাণনাশের ভয় নিয়ে বাস করছেন তারা। শাহানাজ পারভীনের স্বামী মোতালেব হোসেন বলেন, আর্থিক নিরাপত্তার জন্য ২০১৫ সালে এই ৫ শতক জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋন গ্রহন করেন তিনি। ঝামেলা মুক্ত জমি ছাড়া ব্যাংক কখনও ঋন দেয়না। অথচ এই ভূমি দস্যুরা  বউ বাজারে তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান (শাহানাজ এন্টারপ্রাইজ) এ যেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহানাজ পারভীন থানায় মামলা দায়ের করেন। তবে অভিযোগ, অজ্ঞাত কারণে মামলার কার্যক্রম স্থবির হয়ে আছে।

স্থানীয়রাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এলাকায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল ভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

শাহানাজ পারভীন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা সাধারণ মানুষ। আইন মেনে জমি কিনেছি। এখন সেই জমিতে দাঁড়াতে পারছি না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আরমান হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা চলছে। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2