• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

কোস্ট গার্ডের অভিযান, অবৈধ বোট-জাল ও বিপুল পরিমাণ মাছসহ আটক ৫৩

প্রকাশিত: ১৩:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৬, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কোস্ট গার্ডের অভিযান, অবৈধ বোট-জাল ও বিপুল পরিমাণ মাছসহ আটক ৫৩

পৃথক অভিযানে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ত্রিশটি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে তাদের একটি জাহাজ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলো তল্লাশি করে প্রায় ছয় কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং তিন হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং আড়াই হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়। 

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2