সুন্দরবনে অবৈধভাবে মাছ-কাঁকড়া শিকার, ৯ জেলে আটক, সরঞ্জাম জব্দ
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারন্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে পৃথক অভিযানে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।
সোমবার সকালে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কদমতলা স্টেশনের আওতাধীন মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বনআইনের পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদারের ছেলে তরিকুল গোলদার (৪০), একই গ্রমের খালেক শেখের ছেলে রেজাউল শেখ (৪০), একই জেলার মোংলা উপজেলার শানবান্দা গ্রামের পিয়ার আলী শেখের ছেলে খলিল শেখ (১৮), একই উপজেলার উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখের ছেলে রনি শেখ (২২), একই গ্রামের মজনু শেখের ছেলে সোহাগ শেখ (২২), উত্তরবিদ্যা বায়ন গ্রামের মৃত ননী গোপাল অধিকারীর ছেলে বিশ্বনাথ অধিকারী (৪০) এবং শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের আবুল হোসেন (২৭), খুলনার কয়রা উপজেলার আব্দুর রফিক ফারুকী (৪০) ও হারুন গাজী (৪৮)।
বনবিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হকের নেতৃত্বে বনবিভাগের স্পেশাল পেট্রোল টিমের সদস্যরা বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে তরিকুল, রেজাউল, খলিল, রনি, সোহাগ ও বিশ্বনাথ নামের উক্ত ছয় জেলেকে আটক করেন।
একই সময়ে, ফরেস্টার তানভীরের নেতৃত্বে পৃথক অভিযানে বনবিভাগের কদমতলা স্টেশনের আওতাধীন হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় কাঁকড়া শিকারের অভিযাগে আবুল হোসেন, রফিক ফারুকি ও হারুন গাজী নামের আরো তিন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা একটি ট্রলার ও ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।
এছাড়া, সুন্দরবনের নোটাবেঁকী ও কাচিকাটা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগের সদস্যরা ২টি নৌকা, ৬০০টি বর্শি, ২৫ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার জন্য ব্যবহৃত ১২০টি আটন জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে এসময় জেলেরা বনের ভিতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত আটন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং কাঁকড়া গুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বিষয়টি নিশ্চি করে জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: