• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় ২০০ বস্তা রাসায়নিক সার জব্দ 

প্রকাশিত: ১২:৫১, ২৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় ২০০ বস্তা রাসায়নিক সার জব্দ 

গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় দুইশো বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ ট্রাকটি জব্দ করা হয়। 

গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু জানান, জেলার পলাশবাড়ি উপজেলার ডিলার মেসার্স রাম চন্দ্র সাহা মহীদিপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার সদর উপজেলার তুলসীঘাট বাফার গোডাউন থেকে উত্তোলন করে মহীদিপুর ইউনিয়নে না নিয়ে সদর উপজেলার দাড়িয়াপুরের উদ্দেশে রওনা দেয়। দাড়িয়াপুর যাওয়ার পথে শহরের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী ট্রাকটি আটক করে কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ২০০বস্তা সার সহ  ট্রাকটি সদর উপজেলা পরিষদে নিয়ে যায়। পরে ট্রাকসহ দুইশো বস্তা সার জব্দ করে জেলা কৃষি বিভাগের জিম্মায় দিয়ে ট্রাক চালক মিন্টু মন্ডলকে বিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু।

বিভি/এসজি

মন্তব্য করুন: