• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দাম্পত্য কলহে অভিনেত্রী শিমুকে হত্যা

প্রকাশিত: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২২

আপডেট: ১৫:৩৫, ১৮ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
দাম্পত্য কলহে অভিনেত্রী শিমুকে হত্যা

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুকে হত্যার দায় স্বীকার করেছে তাঁর স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যার পর শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজের নাটক সাজাতে চেয়েছিলেন নোবেল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে যায় সে পরিকল্পনা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, নায়িকা শিমু হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টায় আগেই জড়িতদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এই ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তাঁর বাল্যবন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সেইসংগে জব্দ করা হয়েছে মৃতদেহ লুকানোর কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত।

হত্যার মোটিভ কী ছিলো জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না। তার স্বামী হত্যার দায় স্বীকার করে প্রাথমিকভাবে বলেছে দাম্পত্য কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলো তারা। 

 

বিভি/এসএইচ/রিসি 

মন্তব্য করুন: