• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ ওসমান হাদি!  

প্রকাশিত: ১৪:৫১, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০২, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গুলিবিদ্ধ ওসমান হাদি!  

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। 

বাংলাভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী। তিনি জানান, তার মাথা টার্গেট করে গুলি করা হয়েছিল। হাদি এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বাংলাভিশনকে জানান, বিজয় নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার মাথায় গুলি লেগেছে। হাদির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2