পিকে হালদারকে বাংলাদেশে পাঠানোর সময় জানিয়ে দিলো ভারতের ইডি

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে ভারতে গ্রেফতার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারকে মার্চের মধ্যে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট—ইডি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ খবর জানায়।
জানা যায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় পি কে হালদার ও তার পাঁচ সহযোগিকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে। এদিন দুপুরে ৪২ দিন পর পশ্চিমবঙ্গের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে সিবিআই স্পেশাল কোর্টে পি কে ও পাঁচ সহযোগিকে তোলা হয়। দু'পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক বিদ্যুৎ কুমার রায় অভিযুক্তদের ৫৬ দিন পর ১৭ নভেম্বর আবার আদালতে হাজির করার নির্দেশ দেন।
চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনার অশোক নগরের একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
বিভি/এজেড
মন্তব্য করুন: