• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চেলাই মদ ও গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৬ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
চেলাই মদ ও গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

প্রতীকী ছবি

খাগড়াছড়িতে চেলাই মদ ও গাঁজাসহ আটক ৩ জনকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের সাজা দেওয়া হয়। ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাবুল (৫০), জয় বড়ুয়া (২২) ও  অর্পিত মহাজন (২২)।

জানা গেছে, মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকা থেকে বাবুলকে চোলাই মদসহ আটক করা হয়। পরে তাকে ৭ দিনের জেল ও জরিমানা করা হয়। 

শহরের গঞ্জপাড়া এলাকা থেকে জয় বড়ুয়া থেকে ৫০ গ্রাম এবং অর্পিত মহাজন থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকেও ৭ দিনের জেল ও জরিমানা হয়।

এ সময় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন: