• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জন্ম সনদ জালিয়াতি চক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৮:০৮, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
জন্ম সনদ জালিয়াতি চক্রের চার সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জন্ম সনদ জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তাদের কাছ থেকে এ কাজে ব্যবহৃত চারটি সিপিইউ, ৩টি মনিটর, ১টি স্ক্যানার, একটি প্রিন্টার ও ৪টি মোবাইল ফোন জব্দ করেছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মঞ্জুর মোর্শেদ। 

মঞ্জুর মোর্শেদ বলেন, সোমবার (২৩ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, এ পর্যন্ত তারা ৫ হাজারের অধিক ভুয়া জন্ম সনদ বিতরণ করেছে। 

পুলিশ জানায়, ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা সরকার নির্ধারিত ওয়েব সাইটে ঐ ব্যক্তির ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রাথমিক নিবন্ধন করে। এসব তথ্যাদি একজন হ্যাকারকে প্রদান করতো। সেই হ্যাকার অবৈধভাব জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করে জাল সনদ তৈরি করে। দীর্ঘদিন যাবৎ একাধিক গ্রুপ এ কাজ করে আসছে বলেও জানায় গ্রেফতারকৃতরা। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: