• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ছিনতাই করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ২১:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:১১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ছিনতাই করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক

আটককৃত ঢাবির ৩ শিক্ষার্থী

ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থী। গত শনিবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বুয়েট মসজিদের সামনে থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের একটি টহল টিম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্ররা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ।

থানা সূত্র জানায়, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বুয়েট মসজিদের সামনে ট্রাকচালককে থামিয়ে মারধর করে। পরে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেন দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ছানী। তাদের নামে ভুক্তভোগী মামলা করলে রবিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।

আটকের সময় তিন শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: