• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ডিবির এসআই নিক্সন চৌধুরীসহ ২ পুলিশকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি

প্রকাশিত: ২২:৩৮, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ২২:৩৮, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ডিবির এসআই নিক্সন চৌধুরীসহ ২ পুলিশকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ, আটক ১

খাগড়াছড়িতে গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে ডিবি পুলিশের এসআই নিক্সন চৌধুরী (৩৮) ও কনস্টেবল নাজমুল ইসলাম (২৮) গুরতর আহত হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। তার নাম মংসাচিং মারমা (৩৬)। 

ডিবি পুলিশের এসআই মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকালে জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় মাদক ক্রেতা সেজে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় চার মাদক ব্যবসায়ী চার কেজি গাঁজা নিয়ে আসে। ডিবি পুলিশ মংসাচিং মারমা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করলেও তাকে ছিনিয়ে নিতে অন্যরা হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে এসআই নিক্সন চৌধুরী (৩৮) ও কনস্টেবল নাজমুল ইসলাম(২৮) গুরুতর আহত। 

খাগড়াছড়ি সদর হাসপাাতালে কর্তব্যরত চিকিৎসক মিথিল বড়ুয়া জানান, আহতদের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: